কিভাবে রঙিন দুধের ম্যাজিক করবেন তা জেনে নিন

রঙিন দুধের ম্যাজিক

শিখে নিন রঙে রঙিন দুধের ম্যাজিক!!!!
এক বাটি দুধের মাঝে কয়েক ফোঁটা রঙ ফেলে দিলে কী হবে? কী আর হবে, রঙটা ছড়িয়ে গিয়ে দুধটা রঙিন হয়ে উঠবে। আচ্ছা,যদি রঙটা ছড়িয়ে না গিয়ে বরং সুন্দর একটা মোজাইকের মতন নকশা তৈরি করে? এক বাটি দুধের মাঝে আপনি একের পর এক রঙ দিয়ে যাচ্ছেন,আর আপনা আপনি তৈরি হয়ে যাচ্ছে অপূর্ব একটি নকশা। কী চমৎকার তাই না? শিখে নিন এই ছোট্ট ম্যাজিক ট্রিক, যা দেখিয়ে তাক লাগিয়ে দিতে পারবেন সবাইকে! বলাই বাহুল্য পুরোটাই হচ্ছে বিজ্ঞানের খেলা।
বিজ্ঞান মানেই কি কেবল ভারী ভারী বইয়ের মাঝে থাকা দুর্বোধ্য সব নিয়মনীতি? নাকি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা মানেই শুধু ফিটফাট ল্যাব্রেটরি আর বোতলে বোতলে ভরা সব রাসায়নিক? কোনটাই নয়! একদম সাধারণ কিছু উপাদান দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন মজাদার একেকটি বৈজ্ঞানিক পরীক্ষা। আর এই কাজ টি করার জন্য কোনও ল্যাব্রেটরি প্রয়োজন হবে না, আপনার নিজের রান্নাঘরটিই যথেষ্ট! আসুন, আজ দেখে নেওয়া যাক দুধ দিয়ে মজাদার একটি ম্যাজিক।
যা যা লাগবেঃ
- একটা বাটি
- ভালো মানের ফুড কালার (বেশ কয়েকটা রঙ থাকলে ভালো হয়)
- এক কাপ খাঁটি দুধ (পূর্ণ ননীযুক্ত)
- বাসনপত্র মাজার তরল সাবান
কি করতে হবেঃ
১)দুধটুকু বাটিতে ঢেলে নিতে হবে। খুব বেশি লাগবে না, বাটিতে দুধের একটা স্তর থাকলেই চলবে।
২)এবার প্রতিটি রং থেকে ৬/৭ ফোঁটা করে নিন ও সাথে ৫/৬ ফোঁটা করে তরল সাবান মিশিয়ে নিন।
৩)তারপর নিজের ইচ্ছামত দুধের বিভিন্ন স্থানে এই সাবান মেশানো রঙ ফোঁটায় ফোঁটায় প্রয়োগ করুন। একটু ফাঁক ফাঁক রেখে দিলে ভালো। তাতে নকশা সুন্দর হবে। এবার দেখুন তো, রঙ গুলো মোটেও মিশে যাচ্ছে না একে অন্যের সাথে। বরং কি সুন্দর সব নকশা তৈরি করছে।
ব্যাখ্যাঃ
মজার এই এক্সপেরিমেন্ট কিভাবে করতে হয় তা তো জানলেন, এবার এর কারণটা জানতে মন চাইছে না? এই এক্সপেরিমেন্টে দুধ এবং তরল সাবান কেন ব্যবহার করা হয় বলুন তো? দুধের ভেতরে আছে ফ্যাট বা চর্বির কণা। আর সাবানের একটি মূল কাজ হলো এই চর্বিকে ভেঙে ফেলা। দুধের মাঝে যখন সাবান দেওয়া হয় তখন এই সাবান দ্রুতগতিতে চর্বি ভেঙে ফেলতে থাকে এবং চারিদিকে ছড়িয়ে যায়। এই কাজটা করতে গিয়েই সাবান নিজের পথে থাকা এসব রঙের কণাগুলোকেও ছড়িয়ে দেয়। তবে রঙ এলোমেলো ভাবে না ছড়িয়ে সাবান থাকার কারণে সুন্দর করে ছড়িয়ে নকশা তৈরি করে। মজাদার তাই না!
তবে এই এক্সপেরিমেন্ট করার সময়ে একটা ব্যাপার খেয়াল রাখবেন। এক্সপেরিমেন্টের পর এই দুধ অবশ্যই ফেলে দেবেন। রঙিন দুধ লোভে পড়ে আবার খেয়ে নেবেন না যেন!

Comments

Popular posts from this blog

খাঁজ কাটা ! খাঁজ কাটা !! খাঁজ কাটা গল্প পড়ে নিন।

ওয়েব ডিজাইন কি? কিভাবে শিখবো?কি কি শিখব?কেনে শিখব? এর সব কডিং দেখুন?সেরা

দেখে নিন হাতের তালুর ভিতর দিয়ে কি দেখা যায় ?