"আরহেনিয়াস ও তার সবুজাভ আবক্ষ মূর্তি" দেখুব
"আরহেনিয়াস ও তার সবুজাভ আবক্ষ মূর্তি"
"আরহেনিয়াস ও তার সবুজাভ আবক্ষ মূর্তি"
আরহেনিয়াস ছিলেন উনিশ শতকে জন্ম নেয়া এক মেধাবী রসায়নবিদ। তিনি ছিলেন একাধারে পদার্থবিদ ও রসায়নবিদ। সে করনেই হয়তো ভৌত রসায়নে তার অবদান ছিল উল্লেখযোগ্য। আমরা আরহেনিয়াসকে তার অম্ল-ক্ষার তত্ত্বের(Acid-Base theory) জন্য জেনে থাকলেও মূলত তার অবদান বহুধা। বিক্রিয়ার গতি ব্যাখ্যায়, আরহেনিয়াসের সমীকরণ(Arrhenius Equation) অনেক গুরুত্বপূর্ণ ও বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত।
আরহেনিয়াস জন্মেছিলেন সুইডেনে। বিজ্ঞানে তার অবদানের জন্য তিনি ১৯০৩ সালে রসায়নে নোবেল পুরস্কার পান। তিনি সুইডেনের প্রথম নোবেল বিজয়ী রসায়নবিদ। রসায়নের জন্য সুইডেনের অন্যতম সুবিশাল ল্যাবরেটরির নাম দেয়া হয়েছে তার নামে।
ছবিতে আরহেনিয়াসের আবক্ষ ব্রোঞ্জ মূর্তি দেখা যাচ্ছে। মূর্তিটির রঙ এখন সবুজাভ-নীল। যদিও শুরু থেকেই এটি এমন রঙের ছিল না। ব্রোঞ্জ হলো কপার(প্রায় ৮৫ ভাগ) ও টিন(Sn)-এর সংকর ধাতু (Alloy)। বিশুদ্ধ ধাতব কপার সবুজ বা নীল নয়। কিন্তু দীর্ঘদিন বাতাসের সংস্পর্শে, কপার জারিত হয়ে কপার অক্সাইড, কপার হাইড্রক্সাইড ইত্যাদি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়। আর সে কারণেই দেখতে এমন দেখায়।
একজন রসায়নবিদের মূর্তিতেও রসায়নের কী অনিবার্য দারুণ প্রকাশ!
Comments
Post a Comment