জারণ-বিজারণ মনে রাখার টেকনিক ২০১৯

জারণ-বিজারণ মনে রাখার টেকনিক



টেকনিক ১ :

ছন্দঃ জাদা বিগ্রহ
জা দা → জারণ দান
বি গ্রহ → বিজারণ গ্রহন
এখানে ইলেক্ট্রন দান করলে জারন হয়। এবং ইলেক্ট্রন গ্রহন করলে বিজারণ হয় ।

টেকনিক ২ :

জারণ হয় :
মাইনাস মাইনাস হলেপ্লাস প্লাস হলে ।অর্থাৎ
ঋনাত্মক ইলেক্ট্রন ত্যাগ হলে বা মাইনাস হলে
জারণ হয় এবং ধনাত্মক প্রোটন সংযোগ হলে বা যোগ
হলে জারণ হয়।

বিজারণ হয় :মাইনাস প্লাস হলে প্লাস মাইনাস হলে ।
অর্থাৎ,ঋনাত্মক ইলেক্ট্রন সংযোগ হলে বা যোগ হলে
বিজারণ হয় এবং ধনাত্মক প্রোটন ত্যাগ বা
মাইনাস হলে বিজারণ হয় ।

টেকনিক ৩ :

জোবি জোরা

জো বি → যোজ্যতা বৃদ্ধি = জারণ
জো রা → যোজ্যতা হ্রাস = বিজারণ

Comments

Popular posts from this blog

খাঁজ কাটা ! খাঁজ কাটা !! খাঁজ কাটা গল্প পড়ে নিন।

ওয়েব ডিজাইন কি? কিভাবে শিখবো?কি কি শিখব?কেনে শিখব? এর সব কডিং দেখুন?সেরা

দেখে নিন হাতের তালুর ভিতর দিয়ে কি দেখা যায় ?