কিভাবে হাইড্রোজেন গ্যাস তৈরি করবেন এবং তার প্রস্তুতি।
খুব সহজ পদ্ধতিতে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি
খুব সহজ পদ্ধতিতে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি
আজ আপনাদের জন্য রয়েছে কিভাবে আমরা নিজের তৈরি যন্ত্রপাতি দিয়ে খুব সহজ পদ্ধতিতে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে পারি তার বর্ণনা । চলুন দেখি -
প্রয়োজনীয় উপকরন :
চুন গোলা
কাপড় কাঁচার সোডা
সিগারেটের প্যাকেটের পাতলা কাগজ বা রাংতা কাগজ
প্লাস্টিকের বোতল
স্যালাইনের পাইপ
হোমিওপ্যাথিক শিশি
মোমবাতি
দিয়াশলাই
কি করতে হবে :
প্রথমে একটি প্লাস্টিকের বোতলের ছিপি ছিদ্র করে স্যালাইনের পাইপ ঐ ছিদ্র দিয়ে সামান্য ভিতরে ঢুকাই এবং মোম গলিয়ে পাইপের চারপাশের রাস্তা বন্ধ করে দিই যাতে বায়ু প্রবেশ করতে না পারে ।
এবার প্লাস্টিকের বোতলে ২০/৩০ মিলি পানি নেই ।
সিগারেটের ৩/৪ টি রাংতা কাগজ টুকরা টুকরা করে বোতলের পানিতে রাখি ।
এবার বোতলের ভিতর সামান্য চুন গোলা এবং এর সমপরিমান বা তার একটিু বেশি সোডা মিশ্রিত করি ।
এখন বোতলের ছিপি আটকে দিয়ে স্যালাইনের পাইপের অপর প্রান্ত একটি পাত্রে রক্ষিত পানিতে ডুবিয়ে রাখি ।
মাঝে মাঝে বোতলটিকে ঝাঁকাই । দেখা যাবে পাত্রের পানিতে পাইপের ভিতর দিয়ে বুদবুদ আকারে গ্যাস নির্গত হচ্ছে ।
এখন পানির নিম্নমুখী অপসারন দ্বারা হোমওিপ্যাথিক শিশির মধ্যে হাইড্রোজেন গ্যাস সংগ্রহ করি ।
wow nice idea
ReplyDelete